সড়ক দুর্ঘটনায় নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর ও চুয়াডাঙ্গায় পাঁচ জন নিহত

- আপডেট সময় : ০২:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নড়াইলে ইউপি চেয়ারম্যানসহ গোপালগঞ্জ, মাদারীপুর ও চুয়াডাঙ্গায় পাঁচ জন নিহত হয়েছে।
নড়াইলের কালিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান রাসেল সুইটসহ দুইজন নিহত হয়েছেন।গেল রাতে উপজেলার বড়দিয়ায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অন্যজন হলেন, বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের কর্মচারী শওকত সর্দার। পুলিশ জানায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকারের ধাক্কায় কামিনী বিশ্বাস নামে এক কৃষক নিহত হয়েছে। গেল রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাদারীপুরের শিবচরে ব্যাটারিচালিত ভ্যান চাপায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সকালে উপজেলার তাঁতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। সকালে পৌর এলাকার ইমরান ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।