৪ জেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সাভার, নেত্রকোনা, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
ঢাকার ধামরাইয়ে বাসা চাপায় মোটরসাইকেল আরোহী আতিয়ার মোল্যা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, জয়পুরায় মোটর সাইকেলটিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নেত্রকোনায় মোটরসাইকেল থেকে পড়ে জেসমিন আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। আদমপুর এলাকায় হঠাৎই মোটর সাইকেলটি নীচে পড়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে কেন্দুয়া আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুরের বীরগঞ্জের জননী পেট্রোল পাম্পের সামনে মাইক্রোবাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় উজ্জল নামের এক রিক্সা চালক নিহত হয়েছেন। দুপুরে শহরের পীর বাড়ি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।