সিনহা হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ দিয়েছেন চতুর্থ সাক্ষী অটোরিক্সা চালক

- আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বহুল আলোচিত মেজর সিনহা হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ দিয়েছেন অন্যতম প্রত্যক্ষদর্শী ও চতুর্থ সাক্ষী- অটোরিক্সা চালক কামাল হোসেন। এদিকে, আসামীদের পক্ষে মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছেন বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী রানা দাশ গুপ্ত। তাই ন্যায়বিচারের স্বার্থে বিচারাধীন বিষয়ে মন্তব্য না করতে আসামী পক্ষকে আদালত সর্তক করে দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ তথ্য জানান।
ঘটনার সময় মেজর সিনহার প্রাইভেট কারের ঠিক পেছনে ছিলেন স্থানীয় অটোরিক্সা চালক কামাল হোসেন। মেজর সিনহাকে গুলি চালিয়ে হত্যা করতে ইন্সপেক্টর লিয়াকতকে দেখেন তিনি।
চতুর্থ সাক্ষী হিসেবে শামলাপুরের বাসিন্দা কামাল হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ দেন।এরপর জেরার মুখোমুখি হন তিনি। এদিকে, আসামী পক্ষের আইনজীবীদের বিভ্রান্তিকর মন্তব্য মামলার রায়কে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে জানান বাদীর আইনজীবীরা।
সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে মামলার কার্যক্রম শেষ করতে বিচারকের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবীরা।
বিচারাধীন বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য না করার অনুরোধ জানিয়ে একের পর এক দরখাস্ত পড়ছে আদালতে। এতে করে মামলা দীর্ঘসূত্রিতায় পড়তে পারে।সে জন্য আসামি পক্ষের আইনজীবীদের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
২০২০ সালের ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।