মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ

- আপডেট সময় : ০১:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের বহুল আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ।
সকালে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জেলা কারাগার থেকে ওসি প্রদীপসহ ১৫ আসামীকে আদালতে নিয়ে আসা হয়। ১০টার দিকে বিচারিক কার্যক্রম শুরু করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এর আগে ২৩ থেকে ২৫ আগস্ট তিনদিনে মামলার প্রধান সাক্ষী শারমিন শাহরিয়া ফেরদৌস এবং সিনহা হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী সিফাতের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। প্রথম শুনানিতে মামলার বাদী ও প্রথম সাক্ষী সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের সাক্ষ্য নেয়ার পর তাকে ওসি প্রদীপের আইনজীবী রানা দাশ গুপ্তসহ ১৫ আসামির পক্ষে দুইদিন জেরা করেন আইনজীবীরা। এরপর ২৪ ও ২৫ আগস্ট সন্ধ্যায় নিহত সিনহার সঙ্গী ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম সিফাতের আংশিক সাক্ষ্য নেয়া হয়। সাক্ষ্য গ্রহণ শেষে একইভাবে আসামি পক্ষের আইনজীবীদের জেরার মুখোমুখি হতে হয় তাকেও। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।