আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, গোপালগঞ্জ ও নেত্রকোণায় তিনজন নিহত হয়েছে।
দিনাজপুর পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাবিব নামে একজন নিহত হয়েছেন। গেলরাতে দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক এরশাদ নগর মোড়ে এ দূঘটনা ঘটে। পুলিশ জানায়, গেলরাতে বাবা-ছেলে ভ্যান যোগে এরশাদ নগর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় মাহাবুবুর রহমান মৃধা নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হন আরো দুইজন। গেলারাতে এ দূর্ঘটনা ঘটে।
নেত্রকোনার বারহাট্টায় ভ্যান গাড়ি ও মোটার সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস আই হাবিবুর রহমান হাবিব নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।




















