ভারতের দেয়া উপহারের ৪০ অ্যাম্বুলেন্স আসছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা মহামারি মোকাবিলা ও জনস্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া ভারতের আরও ৪০ অ্যাম্বুলেন্স আসছে আজ বৃহস্পতিবার।
বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে গত ১৭ আগষ্ট প্রথম চালানে ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। দ্বিতীয় চালানে আরও ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোল বন্দরে এসে পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।