পরীমনি, রাজ ও হেলেনা জাহাঙ্গীরসহ ১৫ মামলার তদন্ত শেষ পর্যায়ে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবং রাজ ও হেলেনা জাহাঙ্গীরসহ এ জাতীয় ১৫টি মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে সিআইডি। আগামী দু’মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া সম্ভব হবে বলে জানান, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।
দুপুরে ঢাকার মালিবাগ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, মামলাগুলো এখনও তদন্তাধীন। তবে, কাজ অনেকাংশই শেষ হয়েছে। কিছু ফরেনসিক রিপোর্ট এখনও বাকি আছে। দু’মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান তিনি। সিআইডি প্রধান বলেন, অভিযুক্তদের সাথে তদন্তের প্রয়োজনে আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত আর কাউকে ডাকার পরিকল্পনা নেই। আর্থিক অপরাধের বিষয়ে তদন্তে অনেকের নাম এসেছে। তাদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তথ্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।