দুই মাসের মধ্যে টাগ বোটের বিষয়ে দুদককে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দুই মাসের মধ্যে টাগ বোটের বিষয়ে দুদককে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার একটি দৈনিক পত্রিকায় ‘ টাগ বোট না পেয়েই ২৩ কোটি টাকা বিল পরিশোধ ‘ শিরোনামে সংবাদ হাইকোর্টের নজরে আসলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমান এর ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশে দুদককে তদন্ত করে দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশও দেয় আদালত। এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সকল আইনশৃংখলা বাহিনীকে এই বিষয়ে তদন্তে দুদককে সহযোগিতা করার আদেশও দেয় হাইকোর্ট। আগামী ২৪ নভেম্বর বিষয়টি পরবর্তী শুনানির জন্য আদালতের কার্যতালিকায় আসবে বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।