ভাসানচর থেকে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামের সামুদ্রিক এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামের সামুদ্রিক এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন।
এ সময় ১৪ জন রোহিঙ্গাকে মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও শিশুসহ নিখোঁজ রয়েছেন ২৭ জন। গত শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। তবে নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে, জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।




















