করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৮১০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হন আরও ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন।এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৯ শতাংশ। মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৮ , চট্টগ্রাম বিভাগের ৫৩, রাজশাহী ও সিলেট বিভাগের আটজন করে, খুলনা বিভাগের ১৮, বরিশাল বিভাগের ১১, রংপুর বিভাগের ৯ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১২ জন।


















