সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয়পার্টির কো-চেয়ারম্যান
- আপডেট সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয়পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সুবিধা বঞ্চিতদের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়পার্টির কো-চেয়ারম্যানের
শনিবার সকালে জুরাইনে নিজ কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর হিজরা সম্প্রদায়,পরিছন্ন কর্মী,স্কুল শিক্ষক, শিক্ষিকা, শ্রমিকসহ ৫ শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, লবন, তেল, আলু, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় বাবলা বলেন, বঙ্গবন্ধু শুধু কোনো রাজনৈতিক গোষ্ঠির নয়, তিনি সকল গণমানুষের নেতা ছিলেন। তাই পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দশে জাতীয় শোক উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালনের অংশ হিসেবে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।পহেলা আগস্ট থেকে শ্যামপুর-কদমতলী এলাকায় এই সহায়তা কর্মসুচী চলছে বলে জানান তিনি।





















