ময়মনসিংহ মেডিকেলে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেলে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬ শয্যার আইসিইউ এবং ৮ শয্যা হাইডিপেন্ডেসি ইউনিটের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরের কাছে চিকিৎসার সরঞ্জাম হস্তান্তর করেন মন্ত্রী। এসময় জেলা প্রশাসকসহ এর গণমান্য অনেকে উপস্থিত ছিলেন।
দুপুরে চুয়াডাঙ্গায় এমপি সোলাইমান হক জোয়ার্দার উদ্বোধন করেন। চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা ইউনিটের চতুর্থ তলায় নতুন কার্যক্রম শুরু হলো। ফলে চুয়াডাঙ্গাতে রোগীরা আইসিইউ’র সুবিধা পাবে। এছাড়া করোনায় আক্রান্ত রোগীদের ঢাকা, খুলনা ও রাজশাহী যাওয়ার প্রয়োজন কম পড়বে।


















