গেল ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৫৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৫৪ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে ১১শ’ ৪৫ জন নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামের ১২টি ল্যাবে ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই ফল পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ৭শ’ ১২ জনই মহানগর এলাকার বাসিন্দা। বাকি ৪০২ জন বিভিন্ন এলাকার।
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোর ও পাবনার ২ জন করে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের।
এছাড়া- কুমিল্লায় ১৯, বরিশালে ১৬, চাঁদপুরে ১৪, ময়মনসিংহে ১২, খুলনায় ৮, ঝিনাইদহে ৮, ফেনীতে ৬, যশোর ৫, দিনাজপুরে ৪, কিশোরগঞ্জে ৩, নেত্রকোণা, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ৬ জনের মৃত্যু হয়েছে।














