জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আসছে দেশে

- আপডেট সময় : ১২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
কোভাক্স সুবিধার আওতায় দ্বিতীয় চালানে জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আসছে দেশে। আজ বিকেলে এই টিকার চালান পৌঁছাবে।
বাংলাদেশ সময় শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় চালানের ভ্যাকসিন দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যাবেন। জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে অল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো বিমান অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নিয়ে নারিতা বিমানবন্দরের ১ নং টার্মিনাল ছেড়েছে। এই নিয়ে জাপানের কাছ থেকে বাংলাদেশ ১০ লাখেরও বেশি ডোজ টিকা পেতে যাচ্ছে। কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এর আগে গত ২৪ জুলাই অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনার টিকা পায় বাংলাদেশ।