কক্সবাজারে বন্যায় দু’দিনে ২০ জনের প্রাণহানী

- আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
টানা বর্ষণের ফলে কক্সবাজারের সৃষ্ট বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
জেলা প্রশাসন জানায়, টানা প্রবল বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে পাহাড় ধস হচ্ছে। ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে মৃত্যুর আশংকায় কক্সবাজারে পাহাড়ের ঝুকিপূর্ণ পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিয়েছে জেলা ও পৌর প্রশাসন। বুধবার রাতে কক্সবাজার পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় ২ হাজার মানুষকে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে অবস্থান করছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান।
পাহাড় ধস, দেয়াল চাপায় গেল ২ দিনে টেকনাফে ৬ জন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন এবং মহেশখালীতে ২ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ঢলের পানিতে ভেসে গিয়ে ঈদগাঁয়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। সব মিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের।