শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল। দুপুর ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে শিমুলিয়াঘাট ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল।
দুপুর ১২টার দিকে পদ্মায় তীব্র স্রোত ও বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে সকাল থেকে এই নৌপথে সাতটি ফেরি চলাচল করে বলে জানান তিনি। এদিকে, প্রবল ঢেউয়ের তোড়ে শিমুলিয়া দুই ফেরী ঘাটের পন্টুন ভেঙ্গে যায়।
এদিকে লঘুচাপের প্রভাবে বেশ উত্তাল রয়েছে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বাতাসের চাপ ও পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বেড়ে গেছে। সমুদ্রে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হযেছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।