৫০শয্যার করোনা ইউনিট চালুর দাবিতে রংপুর মেডিকেলের পরিচালককে স্মারকলিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আইসিইউ সাপোর্টসহ ৫০শয্যার করোনা ইউনিট চালুর দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দিয়েছে জনতার মঞ্চ নামের একটি সংগঠন।
দুপুরে সংগঠনের একটি প্রতিনিধি দল ৪দফা দাবি সম্বলিত এই স্বারকলিপি হস্তান্তর করেন। এসময় নেতারা বলেন, দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে করোনা রোগীদের স্বাস্থ্যসেবায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালের একটি ইউনিট প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে চালু করা সম্ভব হচ্ছে না। তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। এ সময় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা: সৈয়দ মামুনুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশিল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।