করোনায় দেশে একদিনে সর্বোচ্চ রেকর্ড ২৪৭ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৮:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সব রেকর্ড ভেঙে একদিনে দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে আজ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২শ ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৯২ জন।
ফলে বাংলাদেশে এই ভাইরাসে মৃত্যুর সব রেকর্ড ভাঙল আজ। এর আগে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২৩১। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গেলো ২৪ ঘন্টায় মৃতের সর্বোচ্চ রেকর্ড তৈরী হয়েছে। নতুন ২শ ৪৭ জন সহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫শ ২১ জন। এর আগে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ২শ ৩১ জন।
অপরদিকে গেলো ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৯২ জন, যা দেশে সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮২৭, এর আগে একদিনে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে সবচেয়ে বেশী মারা গেছে ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৪৬ জন।
গেল ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯শ ৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।
সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।