যথাযথ মর্যাদায় নেত্রকোণার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিধি মেনে যথাযথ মর্যাদায় নেত্রকোণার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলার লেঙ্গুরার ফুলবাড়ি সীমান্তে সাত শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি মানু মজুমদার, জেলা প্রশাসক কাজি মোহাম্মদ আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন তালুকদারসহ সরকারি বেসরকারী বিভিন্ন সংগঠন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে নিহত হন সাত মুক্তিযোদ্ধা। তাদের স্মরণে প্রতি বছরের মত এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।