সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ।
শুনানি শেষে সোমবার এ আদেশ দেয়া হয়। সিলেটের স্থানীয় আইনজীবীরা এ রিট করেন। আদালতে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার। রিটে সিইসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে ভোটগ্রহণ স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে রোববার আইনি নোটিশ দেয়া হয়। সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ নোটিশ পাঠান। ২৮ জুলাই এই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন।