তালেবান ঠেকাতে আফগানিস্তানে রাত্রিকালীন কারফিউ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
তালেবান ঠেকাতে আফগানিস্তানে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার।
স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সহিংসতা নিয়ন্ত্রণে এবং তালেবানের যাতায়াত সীমিত করতে দেশের ৩৪টি প্রদেশের ৩১টিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। শুধুমাত্র রাজধানী কাবুল, পাঞ্জসির এং নানগাহার প্রদেশ এর বাইরে থাকছে। গত এক সপ্তাহে আফগান বাহিনীর সঙ্গে লড়াই করে ক্রমাগত আফগানিস্তানের বেশিরভাগ শহর নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান ।