সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও তার দুই ছেলের জামিন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
 - / ১৬৫২ বার পড়া হয়েছে
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের প্রাণহানির ঘটনায় গ্রেফতার- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ হাসেম ও তার দুই ছেলেকে জামিন দিয়েছে আদালত।
দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। দুপুরে আসামীদের পক্ষে জামিন আবেদনের পর শুনানি শেষে আদালত এম এ হাসেম ও তার দুই ছেলে- তারেক ইব্রাহিম ও হাসিব বিন হাসেমের জামিন মঞ্জুর করে। গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডসের ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ কর্মচারী। ঘটনার পরদিন রাতে এই ঘটনায় রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমউদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
																			
																		















