কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত।
নিহত শফিউল আজম সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধাপক ছিলেন। অপরজন একই এলাকার বাসিন্দা এনামুল ইসলাম। হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক বলেন, সকালে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া যাওয়ার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর-মধুপুর কলার হাটরে কাছে রডবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়। আর শফিউল আজমকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় শামসুদ্দিন নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানায়,গেলরাতে উপজেলার গোয়ারী মুক্তির আমগাছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।