বিএনপির রাজনীতি এখন অস্তিত্ব সংকটে পড়েছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিএনপির রাজনীতি এখন অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র মতো জোড়াতালি দিয়ে দেশ চালায় না আওয়ামী লীগ। তাই টিকা কিনতে কোনো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কমানোর প্রয়োজন নেই। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগকে যারা জনবিচ্ছিন্ন মনে করে, তারা নিজেরাই এখন জনবিচ্ছিন্ন ও জননিন্দিত।
করোনাকালে এখন রাজনীতিই হচ্ছে অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো, এমন মন্তব্য করে
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে দুপুরে, চট্টগ্রামে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভার বৈঠকে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় প্রকল্পের বরাদ্দ কমানো নিয়ে বিএনপির প্রস্তাবের জবাব দেন তিনি।
পরে ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ড. হাছান মাহমুদ।