করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে সারাদেশ এখন করোনার হটস্পট : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে
সারাদেশই এখন করোনার হটস্পট হয়ে উঠেছে। এক ভিডিও বার্তায় জিএম কাদের আরো বলেন, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দেশের অন্তত ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পারলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে। সে অনুযায়ী সাড়ে ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনতে হবে। কিন্তু এ পর্যন্ত টিকার আওতায় এসেছে শতকরা মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। মহামারি করোনা থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুততার সাথে গণটিকা কর্মসূচি আরো জোরালো করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।