মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে আনতে বিএনপির প্রস্তাব উদ্দেশ্যমূলক : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে আনতে বিএনপির প্রস্তাব উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের ব্যবস্থাপনায় বিদেশে থেকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব রটাচ্ছে একটি চিহ্নিত মহল। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোন মেগা প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারেনি বলেই এখন বিরোধিতায় নেমেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ঝুঁকি মোকাবিলা করতেই চলমান কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।
একিদে দুপুরে, ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবনে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন পাশ হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে শুভেচ্ছা বিনিময় করে
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ।
এসময় বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা এবং সরকারের বিরুদ্ধে বিএনপি ও তাদের মিত্রদের সমালোচনার জবাব দেন তিনি।
অন্যদিকে, ধানমন্ডিতে যুব মহিলা লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনটির সভাপতি নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অপু উকিল।