মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আলু বোঝাই ট্রলার ডুবে এক নারী নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আলু বোঝাই ট্রলার ডুবে এক নারী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কাজিরগাও গ্রামের মেঘনা নদীতে প্রচন্ড ঢেউয়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম জানান, মুন্সিগঞ্জ সদরের নদী তীরবর্তী এলাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী ট্রলারটি পথিমধ্যে মেঘনা নদীতে ঢেউয়ের কবলে ডুবে যায়। এসময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠলেও বেলায়াতুন নেসা নামে একজন নারী নিখোঁজ হন।




















