নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ নিহত ৫ জন
- আপডেট সময় : ১২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ নিহত হয়েছে ৫ জন। আহত মাইক্রোবাসের আরও ৭ যাত্রী। পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় মারা গেছে আরো তিন জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে মাইক্রোবাসযোগে ১২ জন যাত্রী সাভারের আশুলিয়ার জিরাবোতে নিজ বাড়ি ফিরছিলো। শনিবার রাতে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়াএলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী ও এক শিশু। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও এক শিশু। মূমুর্ষ অবস্থায় আরো দুই নারীকে ঢাকা মেডিকেলে পাঠানোর সময় তারাও মারা যান। বাকি আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার রাতে ট্রলির সাথে সংঘর্ষে সিএনজির ২ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরো হয়েছে ২ জন।
আবার, চুয়াডাঙ্গার জীবননগরে সকালে সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান নামে এক করিমন চালকের মৃত্যু হয়েছে।
























