সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল সলঙ্গা থানার আমডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী জানান, ভোর রাতে আশরাফুল সড়ক পার হচ্ছিলেন এসময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।
এদিকে, মুন্সিগঞ্জ সদর উপজেলায় ট্রান্সকম ঔষধ কোম্পানির একটি গাড়ি মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।