যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১ শিশুর মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
 - / ১৫৭৪ বার পড়া হয়েছে
 
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার জোতপাড়া নৌকা ঘাট থেকে নারী ও শিশুসহ ১৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা শাহজাদপুর উপজেলার জনতা স্কুলঘাটের দিকে রওনা হয়। নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গিয়ে যমুনা নদীর তীব্র স্রোতের তোড়ে ডুবে যায়।এ সময় অন্য নৌকার চালক ও যাত্রীদের সহায়তায় নারীসহ ১২ জন তীরে উঠে আসে। এর আগেই এক নারীর সঙ্গে থাকা তাঁর শিশু কন্যার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে।
																			
																		
















