বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গ্রামে সশস্ত্র হামলায় নিহত ১৩২ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গ্রামে সশস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত ১৩২ জন। দেশটির সরকার বলছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।
সোলহান গ্রামে ওই হামলার সময় স্থানীয় বাড়িঘর এবং বাজারে আগুন লাগিয়ে দেয়া হয়। এই হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি, তবে দেশটিতে এ ধরনের হামলায় সাধারণত ইসলামপন্থী দলগুলোকে দায়ী করা হয়। এই হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশটিকে সহায়তার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি। তার মুখপাত্র বলেন, এর হামলার ফলে সহিংস চরমপন্থিদের বিরুদ্ধে লড়াইরত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সহায়তার প্রয়োজন, সেখানে প্রাণহানির বিষয়টি আবার বেরিয়ে এসেছে। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে দেশে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।