গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে সাভারের আশুলিয়ায় শিশুসহ ৬ জন দগ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে সাভারের আশুলিয়ায় শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার ভোরে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই এলাকার হুমায়ুন নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ৪ জনকেই ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।