নানা আয়োজনে সারাদেশে পালিত হয়েছে বুদ্ধপূর্ণিমা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
নানা আয়োজনে সারাদেশে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। এদিন প্যাগোড়ায়-প্যাগোড়ায় চলে করোনামুক্তির বিশেষ প্রার্থনা।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সকালবেলা বুদ্ধপূজা ও সমবেত প্রার্থনা আয়োজন করা হয়। সরকারের করোনাকালীন বিধিমালা অনুসরণ করেই এই অনুষ্ঠানের আয়োজন করে তারা। সকালে রাজধানীর শাহবাগে বৌদ্ধ ধর্মের পবিত্রতম উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।