ঘূর্ণিঝড় ইয়াস ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে
- আপডেট সময় : ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ইয়াস ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। এটি দমকা বাতাস হিসেবে ১২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১১ কিলোমিটার।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ৭০ থেকে ৮০ ভাগ নিরাপদে রয়েছে। তবে দেশের উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এর জন্য দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরের কাছে চলে আসায় উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। এ ছাড়া পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের প্রভাবে উপকূলীয় এলাকার কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার সম্ভবনা রয়েছে। আর খুলনা উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার ঝুঁকি তুলনামূলক বেশি। এদিকে, সারাদেশে নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
















