চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের বিশেষ লকডাউন সকাল থেকে শুরু হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের বিশেষ লকডাউন সকাল থেকে শুরু হয়েছে। জেলা শহরে কড়াকড়ি থাকলেও উপজেলাগুলোতে খানিকটা শিথিলতার অভিযোগ রয়েছে।
এদিকে লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ মাঠে রয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে।গতকাল সোমবার ২০২ জনের রেপিট এন্টিজেন টেস্টে ৮২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর হাসপাতালে বর্তমানে ১৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।দিন দিন করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে সোমবার রাত ১২টা থেকে আগামী ১ সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।