ঈদুল আজহাকে সামনে রেখে ২৩টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঈদুল আজহাকে সামনে রেখে ২৩টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর মধ্যে ১৩টি হাট বসবে ঢাকা দক্ষিণে।
এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী হাট- গাবতলী এবং দক্ষিণ সিটি করপোরেশনের স্থায়ী হাট- সারুলিয়ায়ও পশু কেনাবেচা হবে। পশুর অস্থায়ী এসব হাট ইজারা দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই সিটি করপোরেশন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধের উপর জোর দিয়ে এবারে হাটের সংখ্যা গতবারের চেয়েও কমতে পারে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় হাটের সংখ্যা ১৩টি করা হয়েছে। এবার মাস্ক ছাড়া কাউকে হাটে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।