ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ ও গোপালগঞ্জে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। এসময় বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের পাশাপাশি মাদরাসায় প্রাথমিক বিদ্যালয়ের মতো অর্থ বরাদ্দের দাবি জানান।
এদিকে, একই দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গোপালগঞ্জ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির শিক্ষকরা এ কর্মসূচী পালন করে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকরা।