মুনিয়া হত্যার বিচার দাবীতে বিক্ষুব্ধ কুমিল্লাবাসীর মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়া হত্যার বিচার দাবী জানিয়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কুমিল্লাবাসী।
দুপুরে কুমিল্লার কান্দিরপাড় টাউনহলের সামনে ব্যানার-ফেষ্টুন নিয়ে হাতে হাত ধরে মুনিয়া হত্যার বিচারের দাবি তোলেন বিক্ষুব্ধ কুমিল্লাবাসী। এসময় মানববন্ধনে মুনিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা মুনিয়া হত্যাকারী বসুন্ধরার এমডি আনভীরকে গ্রেফতার না করলে কুমিল্লার রাজপথে নামার হুশিয়ারি দেন। পুলিশ কেন আনভীরকে গ্রেফতার করছে না তার সমালোচনা করে বক্তব্য রাখেন এ্যাডভোকেট নিশাদ সালাউদ্দিন, মানিক চন্দ্র ভৌমিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।





















