আলাদা সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে ৫ জন নিহত
- আপডেট সময় : ০৫:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে ৫ জন নিহত হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় নওগাঁ থেকে কয়েকজন শ্রমিক খোলা ট্রাকে করে চট্টগ্রাম আসছিলেন। পথে ফৌজদারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষে নিহত হয়েছে আরও দুইজন । পুলিশ ও স্থানীয়রা জানান, পণ্যবাহী একটি ট্রাক মহাসড়কে উল্টোপথে মদনপুরের দিকে যাচ্ছিল। নয়াবড়ি এলাকায় ঢাকাগামী যাত্রীবাহি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হয় এক যাত্রী। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়ছে। ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে রাজশাহী থেকে ৮ জন মিলে মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় ফিরছিলেন। মাঝপথে গাড়িটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ৬ জন।



























