আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় ১২ জন নিহত

- আপডেট সময় : ০২:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জনসহ ৬ জেলায় ১২ জন নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক-প্রাইভেট কারের ধাক্কায় এক নারীসহ ৩জন নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুসহ আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি।
কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগর এলাকায় দুইমোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ময়নাল হক মিল্টন ও শাকিল নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হন আরও ২ জন।
মাদারীপুরের শিবচরে বাইপাস সড়কে চলন্ত মাহিন্দ্রা থেকে পরে সিদ্দিক সরকার নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সিদ্দিক ভোলা সদর থানার চর শমাইয়া গ্রামের ওদুদ সরকারের ছেলে।
সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইলে বাস চাপায় বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। তারা ঈদের ছুটি শেষে মোটর সাইকেল করে ঢাকা ফিরছিলেন।
ঝিনাইদহে যাত্রীবাহী বাস চাপায় ২ জন নিহত হয়েছে। রাত ৯ টার দিকে হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর জামতলায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন হরিণাকুন্ডুর হামিরহাটি গ্রামের আক্তার হোসেন ও তালেব আলী।
এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাতে মোটর সাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে মুবিন সিকদার ও স্বাধীন সিকদার নামে দুই ভাই নিহত হয়েছে।