সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি আজ

- আপডেট সময় : ০৯:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি আজ। সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ জসিম উদ্দিনের এজলাসে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে, ঘটনার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এসময় বক্তারা বলেন, গণমাধ্যম ও সরকারকে মুখোমুখি দাঁড় করাতে কতিপয় আমলা ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রোজিনাকে হেনস্থার ঘটনায় মানবাধিকার কমিশনসহ সমন্বিত তদন্ত কমিটি গঠনের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। হুঁশিয়ারি দেন বৃহস্পতিবার রোজিনার বিষয়ে সমাধান না হলে কঠোর আন্দোলনে যাবার।
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে এভাবেই ফুঁসে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেসক্লাব জুড়ে অবস্থান নেয় সংবাদকর্মীরা। ফেস্টুন-ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।এসময় একাত্মতা জানায়, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। অবিলম্বে রোজিনার মুক্তির পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।
স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন অনেকে। অন্যদিকে, সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নের সামনে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। রোজিনাকে মুক্তি না দিলে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয় এই সময়।