ভারত থেকে দেশে ফেরা ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা সনাক্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশীর পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
তাদের বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনের রাখার ব্যবস্থা করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, করোনা পজেটিভ সনাক্ত হওয়া ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট আসলে তাদের ভেরিয়েন্ট সংক্রমণ হয়েছে কি না জানা যাবে। সকালে তাদের শহরের বিভিন্ন হোটেল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছ।






















