গাইবান্ধা সাঘাটায় ব্রহ্মপুত্র নদে ডুবে তিন বোনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
গাইবান্ধা সাঘাটায় ব্রহ্মপুত্র নদে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সাঘাটা থানা সংলগ্ন চিনিরপটল খেয়াঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর শহরের বাবুপাড়া মহল্লার সাইদুর রহমানের মেয়ে কলেজ শিক্ষার্থী বিথি ও রিতু এবং তাদের মামাতো বোন ফাতেমা ঈদ উৎসবে সাঘাটার কচুয়া হাটে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। বিকালে তারা নদীর তীরে হাটার সময় পা পিছলে নদীতে পরে বিথি ডুবে যায়। এসময় প্রথমে রিতু ও পরে ফাতেমা উদ্ধার করতে গিয়ে তিনজই নিখোঁজ হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একঘন্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।


























