ঈদের ছুটি শেষে উত্তরবঙ্গ থেকে ঢাকা ও আশপাশের জেলায় আজও ফিরছে কর্মজীবী মানুষ
- আপডেট সময় : ০১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে উত্তরবঙ্গ থেকে ঢাকা ও আশপাশের জেলায় আজও ফিরছে কর্মজীবী মানুষ। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।এতে করে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
সকাল থেকেই জেলার মহাসড়কের কড্ডা, পাঁচলিয়া বিশেষ করে হাটিকুমরুল গোলচত্বরে ঢাকাগামী কর্মমুখী মানুষ জড়ো হতে থাকায় সেখানে পরিণত হয় জনসমুদ্রে। কিছু-কিছু দূরপাল্লার বাস ছেড়ে গেলেও বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে বাসগুলো আটকে দেয় পুলিশ এতে সেই সকল বাসের যাত্রীসহ অন্যান্য যাত্রীদের ট্রাক, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে অতিরিক্ত ভাড়া দিয়ে গাদাগাদি করেই যেতে হচ্ছে। লকডাউনে সব কিছু স্বাভাবিক থাকলেও শুধু দুরপাল্লার বাস বন্ধ থাকার কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে চলাচল করতে গিয়ে কষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককেই। এদিকে বগুড়া থেকে ছেড়ে আসা প্রায় শতাধিক বাস বিকল্প পথ দিয়ে যাওয়ার সময় বাসগুলো ফিরিয়ে দেয় পুলিশ। এতে করে দুর্ভোগে মাত্রাও বাড়ে যাত্রীদের।





















