ঈদের দ্বিতীয় দিনে পর্যটন কেন্দ্র- কুয়াকাটায় ভীড় জমিয়েছে অসংখ্য পর্যটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঈদের দ্বিতীয় দিনে পর্যটন কেন্দ্র- কুয়াকাটায় ভীড় জমিয়েছে অসংখ্য পর্যটক।
বিধিনিষেধ থাকলেও সকাল থেকই ইকোপার্ক সংলগ্ন ঝাউবাগান পয়েন্টে পর্যটকদের উপস্থিতি বাড়ে। তবে কুয়াকাটা চৌরাস্তায় ট্যুরিষ্ট পুলিশের টহল অব্যাহত থাকায় সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট রয়েছে ফাঁকা। ঝাউবাগান সংলগ্ন সৈকতে আগত পর্যটকদের অনেকেই মাস্ক পরেননি। গত পহেলা এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তারপরও হঠাৎ করে গতকাল দুপুর থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতে ভিড় জমান হাজারো পর্যটক। সকাল থেকে কুয়াকাটার চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে ট্যুরিষ্ট পুলিশ বেরিকেড দিয়ে গাড়ী ঠেকালেও পর্যটকদের প্রবেশ ঠেকাতে পারেনি।

















