সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
সকালে টাঙ্গাইল থেকে হাটিকুমরুল গোলচত্বরমুখী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকায় পৌছালে বিপরীতমুখি একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। আহত হয় মোটরসাইকেলে থাকা দুই যাত্রি। পুলিশ আহতদের উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।