আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে একটি বাসে বোমা হামলায় অন্তত ১১ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে একটি বাসে বোমা হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৮ জন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সিয়াল জানান, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে এই হতাহততের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী এবং শিশু রয়েছে। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান রোববার ঘোষণা দিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে এ সপ্তাহে তারা তিনদিন অস্ত্রবিরতি পালন করবে।সম্প্রতি যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর থেকেই দেশটিতে হামলার সংখ্যা ব্যাপকহারে বেড়ে গেছে।