সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও মানিকগঞ্জে ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও মানিকগঞ্জে ৫ জন নিহত হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায় বাঁশখালী থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি লোকাল সিএনজি অটোরিক্সা চকরিয়ার উদ্দেশে যাচ্ছিল।পথে বৈলগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ নারীসহ ৩ জন নিহত হন। আহত হয় আরো ২ জন।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, নুরে আলম ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে পাটুরিয়ার দিকে যাওয়ার পথে পুখুরিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালকসহ নিহত হন নুর আলম।


























