নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জী
- আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গ রাজ্যের করোনা রোগীদের জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে সাড়ে ৫শ’ টন করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করে লেখেন, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে অক্সিজেনের দৈনিক বরাদ্দ বৃদ্ধি করে ৫৫০ টন করার কথা আগেই বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব।
অথচ পশ্চিমবঙ্গে বরাদ্দ না বাড়িয়ে অন্য রাজ্যকে বেশি বরাদ্দ করছে কেন্দ্র। আর সেটা করা হয়েছে পশ্চিমবঙ্গে উৎপাদিত অক্সিজেন থেকেই। কেন্দ্রীয় সরকার বরাদ্দ না বাড়ালে রাজ্যজুড়ে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটবে ও প্রচুর রোগীর মৃত্যু হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন মমতা। এদিকে, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ১১৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৯৬৪ জনে। এ সময়ে ১৮ হাজার ৪৩১ জনের করোনা শনাক্ত হন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩৫ হাজার ৬৬ জনে। রাজ্যে একদিনে মৃত্যু ও শনাক্তে এটাই সর্বোচ্চ রেকর্ড।


























