মালদ্বীপের পার্লামেন্টের স্পিকার বোমা বিস্ফোরণে আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাসিদ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী মালেতে নিজের গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে মোটরসাইকেলে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশের তরফ থেকে নাসিদের আহত হওয়ার কথা স্বীকার করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ বলছে তিনি এডিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল। এদিকে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ বলেছেন, বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অবকাশকালীন ছুটিতে থাকা পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।























